বাইডেন অভিষেক: ট্রাম্প হোয়াইট হাউজ থেকে বিদায় নেয়ার আগে শেষ ভাষণে বললেন - 'যা করতে এসেছিলাম, তার
BBC Bangla
বিদায়ী ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, 'যা করতে এসেছিলাম, তার সবই করেছি।' তিনি আজই হোয়াইট হাউজ ছেড়ে ফ্লোরিডা যাবেন। প্রথা ভেঙ্গে যোগ দেবেন না অভিষেকে। ওদিকে অভিষিক্ত হতে ডেলাওয়ারের বাস গুটিয়ে ওয়াশিংটন ডিসিতে আসছেন জো বাইডেন।