কারফিউ-এ বের হতে কুকুরের সঙ্গ চায় ডাচরা
DW
শনিবার থেকে নেদারল্যান্ডসে দেশব্যাপী কারফিউ জারি হচ্ছে৷ ঘরবন্দি থাকার আতঙ্ক থেকে বের হতে ডাচরা কুকুরকে সঙ্গী করতে চায়৷ কারফিউ ঘোষণার পর কুকুর ভাড়া করার ওয়েবসাইটে আগ্রহীদের উপচে পড়ার ভিড় সেকথা বলছে৷
শনিবার থেকে নেদারল্যান্ডসে দেশব্যাপী কারফিউ জারি হচ্ছে৷ ঘরবন্দি থাকার আতঙ্ক থেকে বের হতে ডাচরা কুকুরকে সঙ্গী করতে চায়৷ কারফিউ ঘোষণার পর কুকুর ভাড়া করার ওয়েবসাইটে আগ্রহীদের উপচে পড়ার ভিড় সেকথা বলছে৷